প্রতিযোগিতা শেষ
২০২৪ এর চিত্রাঙ্কন প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন খুব দ্রুতই শুরু হবে। চোখ রাখুন
বিস্তারিত

পোলার আইসক্রীম মনের সুখে আঁকি’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নতুন প্রজন্মের শৈল্পিক মননের বিকাশে কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেড ও পোলার আইসক্রীম চতুর্থবারের মতো আয়োজন করেছে ‘পোলার আইসক্রীম মনের সুখে আঁকি’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘পোলার আইসক্রীম মনের সুখে আঁকি’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৩ এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে শনিবার, ১৮ মার্চ ২০২৩ তারিখে ঢাকার ফ্যান্টাসি কিংডমে এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে শনিবার, ২৭ মে ২০২৩ ইং তারিখে চট্টগ্রামের ফয়’স লেকে।

৫ থেকে ১২ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে আয়োজন করা হচ্ছে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি। প্রতিযোগিদের বয়স অনুযায়ী ক এবং খ এই দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ বছর ঢাকা ও চট্টগ্রামের নির্দিষ্ট সংখ্যক স্কুলে, স্কুল কর্তৃপক্ষের সহায়তায় নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামের দু’টি প্রতিযোগিতায়ই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য রয়েছে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক এবং আরও আকর্ষণীয় পুরস্কার। এছাড়া দশম স্থান অধিকারী পর্যন্ত প্রত্যেকের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই। অংশগ্রহণের সম্মানস্বরূপ, সকল প্রতিযোগীদের জন্য থাকছে সার্টিফিকেট।

অংশগ্রহণের নিয়মাবলী

‘পোলার আইসক্রীম মনের সুখে আঁকি’ ২০২৩ -এবারের আয়োজনে অনলাইন রেজিস্ট্রেশন গ্রহন করা হচ্ছে না। তাই এই বছর ঢাকার ও চট্টগ্রামের বিভিন্ন বিদ্যালয়ের ‘পোলার আইসক্রীম মনের সুখে আঁকি’ আয়োজক সরাসরি স্কুল কর্তৃপক্ষের সহযোগিতার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করছে। স্কুল পর্ব থেকে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি ‘পোলার আইসক্রীম মনের সুখে আঁকি’ মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশগ্রহন করতে স্কুলের শিল্পকলা শিক্ষকরা যোগাযোগ করছে ‘পোলার আইসক্রীম মনের সুখে আঁকি’ ২০২৩ কর্তৃপক্ষের সাথে। শিল্পকলা/ আর্ট শিক্ষক যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি সরাসরি স্কুলে গিয়ে প্রতিযোগিতা সংক্রান্ত তথ্যাদি প্রদান করেন এবং প্রতিযোগিতায় ইচ্ছুক শিক্ষার্থীর একটি আকাঁ ছবি জমা নিয়ে প্রতিযোগিতার রেজিস্ট্রেশন সম্পন্ন করেন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিযোগির দেওয়া মোবাইল নম্বরে নিশ্চিতকরণ এসএমএস প্রদান করা হয়। নিশ্চিতকরণ এসএমএস সহ প্রতিযোগিতার দিন সঠিক সময়ে উপস্থিত হয়ে ‘পোলার আইসক্রীম মনের সুখে আঁকি’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে।